অবশেষে ফেসটাইম কলে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ব্যবহারকারীদের যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির সফটওয়্যার নির্মাতাদের বার্ষিক সম্মেলন ডব্লিউডব্লিউডিসির মঞ্চে খানিক আগেই সে ঘোষণা দেওয়া হয়। ফেসটাইম পাওয়া যাবে ওয়েবসাইটে। আর সেখান থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিংবা উইন্ডোজ পিসি থেকে কল করা যাবে। ভিডিয়ো কল করার সেবাটি আগে কেবল আইফোন ও ম্যাকের মতো অ্যাপলের ডিভাইসে ব্যবহার করা যেত। এই হালনাগাদে ফেসটাইম অনেকটা জুমের মতো ভিডিয়ো কনফারেন্স সেবায় পরিণত হবে। জুমের মতো তাতে কল শিডিউল করে রেখে সেটির লিংক শেয়ার করা যাবে সবার সঙ্গে। পরে সেই লিংকে ক্লিক করে সরাসরি ফেসটাইম কলে যোগ দেওয়া যাবে। তবে ঠিক কবে থেকে সুবিধাটি আসবে, তা এখনও জানানো হয়নি। অনেকে ধারণা করছেন, আইফোনের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৫-এর সঙ্গে ব্যবহারকারীরা নতুন সুবিধাটি পাবেন।