দেশে প্রথমবারের মতো নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ২৪ ঘণ্টা সম্পূর্ণ ফ্রি লাইভ শিক্ষক হিসেবে সেবা দিচ্ছে ‘ডিজিটাল শিক্ষক‘। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পর্কিত যে-কোনো প্রশ্নের লাইভ উত্তর পাওয়া যাবে বাংলাদেশের সেরা স্কুল এবং কলেজের সেরা শিক্ষকগণের থেকে।
‘ডিজিটাল শিক্ষকে’র কার্যক্রমকে আরো ছড়িয়ে দিতে ডিজিটাল শিক্ষক হিসেবে এখন যুক্ত হতে পারবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসাপড়ুয়া যে-কোনো শিক্ষার্থীও।
‘ডিজিটাল শিক্ষক’-এ উত্তর দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা অর্জন করে নিতে পারে নিম্নোক্ত সুযোগ-সুবিধাগুলো-
- – ‘ডিজিটাল শিক্ষক’ টি-শার্ট।
– আইডি কার্ড।
– ঘরে বসেই বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানর শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করার সুযোগ।
– প্রতিমাসের লিডার বোর্ডের সেরা ৪০ জন সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তরদাতাদের মধ্যে তাদের কাজের ওপর ভিত্তি করে প্রতিমাসে ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তির সুযোগ।
‘ডিজিটাল শিক্ষকে’ কী ধরনের কাজ করতে হতে পারে বা কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয় তা জানতে বিস্তারিত এই লিংকে- https://youtu.be/Bb1ENzVjesQ