৯৩ ৩ম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবি মনোনীত হলো ‘ নোম্যাডল্যান্ড’। মোট তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হয়ে শীর্ষ অবস্থানে আছে এই ছবিটি যেখানে ‘মা রেইনি’স ব্ল্যক বটম, মাঙ্ক, সাউন্ড অফ মেটাল, জুডাস এন্ড দ্যা ব্ল্যাক মেসিয়াহ এবং ‘ দ্যা ফাদার’ দুইটা করে পুরষ্কার জিতেছে।
বহুবছর ধরেই সমালোচনা উঠে আসছিল অস্কার মনোনীতদের মধ্যে শ্বেতাঙ্গদের প্রাধান্য বেশি দেয়া হয়। কিন্তু সকল সমালোচনাকে পেছনে ফেলে এইবারের অস্কার ছিল সম্পূর্ণ আলাদা। এই প্রথমবার কোন কৃষ্ণাঙ্গ প্রোডাকশন টিমদের ছবি সেরা ছবিতে মনোনীত হলো। শুধু তাই নয়, এবারের অস্কারে বিজয়ীদের মধ্যে এশিয়ানদের পদচারণাও ছিল চোখে পড়ার মতো। এই প্রথম দুইজন এশিয়ান শীর্ষ অভিনেতার জন্য মনোনীত হয় এবং প্রথম দুইজন এশিয়ান নারী সেরা পরিচালকের জন্য মনোনীত হন।
এবারের অস্কারে এশিয়ার প্রথম নারী প্রযোজক এবং দ্বিতীয় নারী প্রযোজক হিসেবে সেরা প্রযোজকে পুরষ্কারটি হাতে নিয়ে ইতিহাস গড়লেন ৩৯ বছর বয়সী চীনা পরিচালক ‘ক্লোয়ী জাও’ (‘নোম্যাডল্যান্ড’ এর পরিচালক’) । এছাড়াও সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে নির্বাচিত হলেন দক্ষিণ কোরিয়ার ‘মিনারী’ ছবির ৭৩ বছর বয়সী অভিনেত্রী ‘ইয়া-জাঙ ইয়ুন’। মিয়া নিল এবং জামিকা জ্যাকসনও ”মা রেইনি ব্ল্যাক বটম’ এর হেয়ার স্টাইল আর মেকাপের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে পুরষ্কার গ্রহণ করেন। সেরা অ্যামিমেটেড ছবির পুরষ্কারটি হাতে তুলে নেয় পিক্সার এর ‘সোউল’ ছবিটি যেটা প্রধান চরিত্রও একজন কৃষ্ণাঙ্গের চরিত্র। সবকিছু মিলিয়ে অন্য যেকোন বছরের চেয়ে এইবছরের ৯৩ তম একাডেমি অ্যাওয়ার্ড ছিল একটু ব্যাতিক্রম।
এন্থনি হোপকিনসের অভিনিত একজন ‘ডিমেনসিয়া’ রোগীর জীবনকাহিনী নিয়ে তৈরী চলচ্চিত্র ‘ দ্যা ফাদার’ সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে হিসেবে পুরষ্কার তুলে নেয়। একই চলচ্চিত্রের জন্য এন্থনি হোপকিন্স ‘সেরা অভিনেতা’ পুরস্কারটি ঘরে নিয়ে যান। কিন্তু এটি অনেকের কাছে এবারের অস্কারের হৃদয়বিদারক মুহূর্ত কারণ একই ক্যাটাগরীতে ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ এর সেরা অভিনেতার জন্য মনোনীত হয়েছিলেন , ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউিক বোজম্যান, যিনি ২০২০ এর আগস্টে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে এই পৃথিবী থেকে চলে যান। অনুষ্ঠানে শেষে ‘মেমোরিয়াম’ সেকশনে চ্যাডউক বোজম্যান, ইরফান খান সহ আরও বিভিন্ন বিশ্ব বিখ্যাত অভিনেতা এবং পরিচালক যাদের আমরা আগের বছর হারিয়েছি তাদের স্মরণ করে সমাপ্ত করা হয় এবারের ৯৩ তম একাডেমি অ্যাওয়ার্ডস এর আসর।
সারাহ আফরিন