বলিউডের কিংবদন্তি দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ৪৮তম বিবাহবার্ষিকী উদ্যাপন করছেন আজ। ১৯৭৩ সালের আজকের এই দিনে (৩ জুন) বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই বিশেষ দিনে স্মৃতির পাতা উলটে দেখলেন অমিতাভ। স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে ইনস্টাগ্রামে ছবি দিলেন তিনি। বিয়ের দিনের দুটি ছবির একটি কোলাজ। এতগুলো বছর তাঁরা পরস্পরকে আগলে রেখেছেন। বিগ বি কখনোই নিজের ভালোবাসা প্রকাশে কুণ্ঠাবোধ করেন না। আজও তার ব্যতিক্রম হয়নি।