লর্ডস মানেই ইতিহাসের সাক্ষী। ক্রিকেটের কত কীর্তির সাক্ষী হয়ে আছে ইংল্যান্ডের এই লর্ডস স্টেডিয়াম। লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো সবার ভাগ্যে থাকে না। সেই অনার্স বোর্ডে টেস্ট অভিষেকেই নাম লিখিয়ে ফেললেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। কিউই এই ব্যাটসম্যান তাঁর অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নাম লিখিয়ে ফেললেন লর্ডসের অনার্স বোর্ডে। নিউজিল্যান্ডের হয়ে প্রথম এবং সব মিলিয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লর্ডসে সেঞ্চুরি পেলেন কনওয়ে।