ছোটোপর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর নাটকের মাধ্যমে অভিনয়ে আসছেন ‘ফুড ব্লগার’ হিসেবে পরিচিত ইফতেখার রাফসান। যিনি নেট দুনিয়ায় ‘রাফসান দ্য ছোটভাই’ হিসেবে পরিচিত। বান্নাহর পরিচালনায় রাফসান অভিনীত নাটকটির নাম ‘দ্য টিচার’। আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল।
পরিচালক বান্নাহ বলেন, “সজল-রাফসান ছাত্র-শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। নাটকটি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়াবে বলে আশা রাখছি। প্রকাশের পর সবাই পছন্দ করবেন। ইদে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে ‘দ্য টিচার’।”
ইফতেখার রাফসান জানান, তিনি নিয়মিত নেটফ্লিক্সের দর্শক। সেখান থেকে অভিনয়ের উৎসাহ পেয়েছেন। আগে একাধিক টিভিসি ওভিসিতে কাজ করলেও প্রথম নাটকে তার কাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা। দুদিন শুটিংয়ে প্রথমদিন অভিনয় কঠিন মনে হলেও দ্বিতীয় দিন বেশ সহজ লেগেছে তার কাছে।