জার্মানির জার্সিটি সারা জীবনের জন্য তুলে রাখলেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার টনি ক্রুস। ইংল্যান্ডের কাছে হেরে ইউরো থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন এই জার্মান ফুটবলার । দেশের হয়ে আর না খেললেও রিয়াল মাদ্রিদের হয়ে খেলে যাবেন এই ৩১ বছর বয়সি তারকা।
দেশের হয়ে ১০৬ ম্যাচ খেলেছেন এই ফুটবলার। আন্তর্জাতিক ক্যারিয়ারে গোল করেছেন ১৭টি। সবচেয়ে বিখ্যাত গোলটি ছিল ২০১৮ বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ফ্রি কিক থেকে। ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচেও তিনি জোড়া গোল করেছিলেন। সেই বিশ্বকাপেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পান ক্রুস।