তীব্র অপুষ্টিতে ভোগার পর বিনা চিকিৎসায় এ বছরের মধ্যে আফগানিস্তানে ১০ লাখের মতো শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
সোমবার সংস্থাটি এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানায়।
বিবৃতিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, আফগানিস্তান জুড়ে ১ কোটি শিশুর বেঁচে থাকার জন্য মানবিক সহায়তা দরকার। বর্তমানে ৪২ লাখের মতো শিশু বিদ্যালয়ে যেতে পারছে না, এর মধ্যে ২২ লাখের মতো মেয়ে শিশু।
ওই বিবৃতিতে বলা হয়, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে চার লাখ ৩৫ হাজার শিশু এবং নারী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।