শেষ পর্যন্ত অ্যামাজন মালিকানায় গেল হলিউডের বিখ্যাত ফিল্ম স্টুডিয়ো মেট্রো গোল্ডউইন মেয়ার বা এমজিএম। মালিকানা হাতবদলে অ্যামাজনকে গুণতে হচ্ছে আটশ’ ৪৫ কোটি ডলার। হলিউডের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টুডিয়ো থেকে আসা চলচ্চিত্রের তালিকায় ক্লাসিক বলে বিবেচিত ‘সাম লাইক ইট হট’ বা ‘সিংগিং ইন দ্য রেইনে’র পাশাপাশি এসেছে জেমস বন্ড সিরিজের মতো ব্যাবসাসফল ফ্রাঞ্চাইজ। এই বিক্রির ফলে অ্যামাজনের প্রাইম স্ট্রিমিং সেবা এমজিএম-এর পুরোনো ক্যাটালগের এক বিশাল সম্ভার হাতে পাবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। অ্যামাজনের এক নির্বাহী বুধবার বলেন, “অত্যন্ত উচ্চমানের গল্প সাধারণের কাছে নিয়ে আসার ক্ষেত্রে এটি অসম্ভব রোমাঞ্চকর সুযোগ এবং এটি নানারকম সম্ভাবনার পথ খুলে দেবে।”