জীবনে নতুন কিছু করার কথা কে না ভাবে? কিন্তু সেই অর্থে সফল কয়জনেই-বা হয়। মনের ইচ্ছা সত্ত্বেও শত প্রতিকূলতা মানুষকে নিতে পারে না উন্নতির শিখরে। তবে কিছু মানুষের মনের জোর, প্রবল ইচ্ছাশক্তি আর সঠিক সাহচর্য অনেক কিছুই বদলে দিতে পারে।

বলছি এক স্বপ্নের গল্প, যা রাফিদ আহসান তার বন্ধুদের নিয়ে পূরণ করতে সক্ষম হয়েছে। গাড়ির প্রতি ভালোবাসা এবং মানুষের গাড়ি নিয়ে প্রতিনিয়ত ভোগান্তি তাকে ভাবনায় ফেলেছিল যে, এমন কিছু একটা শুরু করা যাক যাতে করে মানুষ এই বিড়ম্বনাগুলো থেকে মুক্তি পায়। এই চেতনা থেকেই শুরু হলো ‘অটোস্টাফস’-এর যাত্রা। ২০২০ সালের এর ২৫ জুলাই তারা তাদের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করলো দেশের প্রথম অটোমোবাইল সেক্টরের ই-স্টোর প্ল্যাটফর্ম হিসাবে। গত বছর প্রতিষ্ঠা করলেও শুরুতে এটি ছিল একটি ফেসবুক পেজ, যা কিনা ধীরে ধীরে এই বছরে এসে একটি সুস্থিত অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অদ্যাবধি তারা অর্ধশতাধিক গ্রাহককে সেবা দিতে সক্ষম হয়েছে যা কিনা এই স্বল্প সময়ের মধ্যে একটি বিশাল অর্জন।

অটোস্টাফস এমন একটি প্রতিষ্ঠান যেখানে এক ছাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন আপনার গাড়ির জন্য দরকারি সব জিনিস। গাড়ি সার্ভিসিং থেকে শুরু করে গাড়ির মডিফিকেশনের সব আইটেম, গাড়ির লুব্রিকেন্ট, পার্টস এবং যাবতীয় জিনিস । তাছাড়া গাড়ির আর্টওয়ার্ক এর মতো অভিনব সেবাও পাচ্ছেন গ্রাহকরা। অটোস্টাফস-এর কর্মধারার সাথে সামঞ্জস্যতা না পাওয়ায় এখন অবধি গাড়ির সার্ভিসিং সেবাটি চালু না হলেও বাকি সকল কার্যক্রম চালু রয়েছে৷ খুব শীঘ্রই এই সেবাটিও চালু হবে বলে ধারণা করা যাচ্ছে।

সবচেয়ে খুশির কথা এই যে, অটোস্টাফস শুরুতেই এমন কিছু অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যেতে পেরেছে যারা এই কঠিন পথকে সুগম করে দিতে সাহায্য করেছে। বর্তমানে, Night Vision Automotive Lighting, Elite Motors, StickR এর মত অটোমটিভ সেক্টরের প্রথম সারির কিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে অটোস্টাফস। এছাড়াও Sticker Hub, Shadow Entertainment & Events, R.R Custom Auto Artworks, Rafi Bunny’s Photography-এর মতো কিছু অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে সক্ষম হয়েছে। তাই তাদের ক্রেতাদের পণ্য ও সেবার মান নিয়ে কখনোই পড়তে হবে না কোনো দ্বিধায়!

অটোস্টাফস-এর এই অগ্রযাত্রা নতুন দিনের তরুণ উদ্যোক্তাদের জন্য হতে পারে একটি অনুপ্রেরণা। নেশাকে পেশায় পরিণত করা এবং নিজের স্বপ্নকে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তবায়ন করার মধ্যে যে সুখ নিহিত তা অটোস্টাফস এর সফলতার গল্প থেকেই জানা যায়।