বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেছেন, “আমরা কাজ করছি। এখন পর্যন্ত সব কিছু নিশ্চিত আছে। ওরা যা-ই চাচ্ছে, আমরা তা করার চেষ্টা করছি। প্রায় সব কাজই শেষ। ৯০-৯৫% কাজ হয়ে গেছে। আমরা ধরে নিতে পারি যদি ভবিষ্যতে খুব খারাপ কিছু না হয় তাহলে ওরা আসবে। ওরা যেই সব সুযোগ সুবিধা চাইছে সেগুলো আমরা সম্পূর্ণ করছি।”
সব মিলিয়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে অবস্থান ১০ দিনের বেশি হবে না। দেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ২ আগস্ট থেকে শুরু হয়ে ৮ আগস্ট সিরিজ শেষ হয়ে যাবে। আকরামের ভাষায়, ‘অস্ট্রেলিয়া সূচি ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে ৫টা টি-টোয়েন্টি খেলব। একই ভেনু, সেটা মিরপুরে।’